• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এশিয়ান গেমসে সোনা জয়

জাকার্তা- এশিয়ান গেমস ইনভিটেশন্যাল অ্যাথলেটিক্স টেস্ট ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা দুটি সোনা, তিনটি রূপো ও বেশ কয়েকটি ব্রোঞ্জ পদক নিজেদের ঝুলিতে পুরে নিলেন। জ্যাভলিন থ্রোয়ার দাভীন্দ্র সিং প্রথম ইভেন্টে অংশ নিয়ে সোনা জয় করেন। তাঁর সেরা সময় ৭৫.৮৭ মিটার। একই ইভেন্টে শচীন সিলওয়াল ব্রোঞ্জ পদক জয় করেন। মেয়েদের চারশো মিটারে সোনিয়া বৈশ্য সোনা জয় করেন।Advertisement এছাড়া

এশিয়ান গেমসে সোনা জয়

জাকার্তা- এশিয়ান গেমস ইনভিটেশন্যাল অ্যাথলেটিক্স টেস্ট ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা দুটি সোনা, তিনটি রূপো ও বেশ কয়েকটি ব্রোঞ্জ পদক নিজেদের ঝুলিতে পুরে নিলেন।

জ্যাভলিন থ্রোয়ার দাভীন্দ্র সিং প্রথম ইভেন্টে অংশ নিয়ে সোনা জয় করেন। তাঁর সেরা সময় ৭৫.৮৭ মিটার। একই ইভেন্টে শচীন সিলওয়াল ব্রোঞ্জ পদক জয় করেন। মেয়েদের চারশো মিটারে সোনিয়া বৈশ্য সোনা জয় করেন।

Advertisement

এছাড়া মহিলাদের লং-জাম্পে নিনা এবং নয়না জেমস দুটি পদক জয় করেন।

Advertisement

Advertisement