দিল্লি, ২ জানুয়ারি – আইন করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র। লোকসভা নির্বাচনের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি এবং কর্তব্যের যাবতীয় শর্ত বদলে সেই ব্যবস্থা করে নরেন্দ্র মোদি সরকার। সংসদের শীতকালীন অধিবেশনে প্রায় বিরোধীশূন্য লোকসভা এবং রাজ্যসভায় পাশ করানো হয় বিতর্কিত সেই বিল। রাষ্ট্রপতির সম্মতিও মেলে। এবার মোদি সরকারের সেই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। তাতে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটি ‘স্বাধীন এবং নিরপেক্ষ’ কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। গত ২৮ ডিসেম্বর কেন্দ্র মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের নতুন পদ্ধতি চালু করার উদ্দেশ্যে নয়া আইন কার্যকরের বিজ্ঞপ্তি জারি করা হয়। তা বাতিল করার আবেদন করা হয়েছে ওই জনস্বার্থ মামলায়।
Advertisement
Advertisement



