বারাণসী, ১৮ ডিসেম্বর – জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার রিপোর্ট জমা পড়ল আদালতে। সোমবার মুখ বন্ধ খামে বারাণসী জেলা আদালতে ওই রিপোর্ট জমা দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বেশ কয়েকবার তাদের এই কাজের সময়সীমা বাড়িয়েছে আদালত। সোমবার সেই রিপোর্ট জমা পড়ল বারাণসী জেলা আদালতে। আগামী ২১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
সোমবার এএসআই-য়ের তরফে বারাণসী জেলা আদালতের বিচারক একে বিশ্বেশার কাছে এই রিপোর্ট জমা দিয়েছে। এরপর মামলার হিন্দু পক্ষের তরফে ওই রিপোর্ট প্রকাশ্যে আনার অনুরোধ করেছে। তাদের আরও অনুরোধ, মামলার সব পক্ষকে ওই রিপোর্টের প্রতিলিপি দেওয়া হোক।
Advertisement
Advertisement
Advertisement



