দিল্লি, ১৫ ডিসেম্বর – নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গত বুধবার সংসদের ভিতরে হানা দেন চারজন। লোকসভার কক্ষে ঢুকে চটিয়ে দেন হলুদ গ্যাস। চারিদিক আচ্ছন্ন হয়ে যায় হলুদ ধোঁয়ায়। এই ঘটনার পর তোলপাড় পড়ে যায় গোটা দেশে। সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলম আজাদ এবং অমল শিন্ডে – এই চার মাথাই পরিকল্পনামাফিক সেদিন এই ঘটনা ঘটান। লোকসভার কক্ষে ঢুকে পড়েছিলেন সাগর এবং মনোরঞ্জন। ছড়িয়ে দিয়েছিলেন হলুদ গ্যাস। সংসদ ভবনের বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন নীলম এবং অমল। সেই ঘটনারই পুনর্নির্মাণ করতে চলেছে দিল্লি পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গুরুগ্রামের একটি বাড়িতে অভিযুক্তেরা প্রায়ই দেখা করতেন। সংসদ ভবনের পাশাপাশি সেখানেও তাঁদের নিয়ে যাওয়া হতে পারে। একইসঙ্গে যেখান থেকে ধৃতরা রংয়ের ক্যানিস্টার কিনেছিলেন এবং লখনউয়ের যেখান থেকে ক্যানিস্টার লুকনোর জন্য জুতো কিনেছিলেন, সেখানেও তাঁদের নিয়ে যাওয়া হতে পারে বলে বৃহস্পতিবার আদালতে জানিয়েছেন তদন্তকারীরা। আপাতত ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



