• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিবপ্রসাদ-নন্দিতা রায়ের পরিচালনায় বাংলা ছবিতে প্রথমবার অভিনয় করতে চলেছেন রাখী গুলজার।

কলকাতা:- শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি মানেই ভিন্ন স্বাদের কিছু সিনেমা। সব সময় তাঁরা দর্শকদের নতুন কিছু দিতে চান এবং দিয়েও এসেছেন। মূল ধারার বাণিজ্যিক ছবির বাইরে কিছু ভিন্ন ধরনের ছবি দর্শকদের উপহার দিয়ে থাকেন শিবপ্রসাদ-নন্দিতা। শেষ তাঁরা দর্শকদের উপহার দিয়েছেন রক্তবীজ। খুব শীঘ্রই ৫০ দিনের গণ্ডি পার করবে এই ছবিটি। সূত্রের খবর, এবার

কলকাতা:- শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি মানেই ভিন্ন স্বাদের কিছু সিনেমা। সব সময় তাঁরা দর্শকদের নতুন কিছু দিতে চান এবং দিয়েও এসেছেন। মূল ধারার বাণিজ্যিক ছবির বাইরে কিছু ভিন্ন ধরনের ছবি দর্শকদের উপহার দিয়ে থাকেন শিবপ্রসাদ-নন্দিতা। শেষ তাঁরা দর্শকদের উপহার দিয়েছেন রক্তবীজ। খুব শীঘ্রই ৫০ দিনের গণ্ডি পার করবে এই ছবিটি। সূত্রের খবর, এবার আরও বড় চমক দিতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এবার তাদের নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন রাখী গুলজার। সদ্য নিজের আসন্ন ছবি ‘আমার বস’ নিয়ে ফেসবুক পেতে একটি পোস্ট করেন পরিচালক। সূত্রের খবর, জানা গিয়েছে, প্রয়োজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমার বস’ ছবিটি পরিচালনা করবেন ‘ফাটাফাটি’ ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। তাঁরাই লেখেন, আরও একটা নতুন গল্প, আবারও একটা নতুন চমক। ছবির নাম ‘আমার বস’। পরিচালকের আসনে নন্দিতা ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই নতুন পথ চলায় আমাদের সঙ্গে থাকছেন শ্রদ্ধেয়া রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানা গিয়েছে, শ্যুটিং শুরু জানুয়ারি মাসে। বহু বছর পর ফের বাংলা সিনেমায় দেখা যাবে এই বিশিষ্ট তারকাকে। তিনি কাজ করতে চলেছেন শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে। সূত্রের খবর, এই প্রথম এই খ্যাতনামা অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চলেছেন শ্রাবন্তী। এর আগে বহু ছবিতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। তবে, সকলের অনুমান এবার একেবারে ভিন্ন চরিত্রে দেখা দিচ্ছেন তিনি। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবিতে দেখা যাবে রাখী গুলজারকে।

Advertisement

Advertisement