ভারত:- ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ হাড়ার পরেও ভেঙে পড়তে দেখা যায় গোটা ইন্ডিয়া টিম-কে। সেই সময় সবার মাঝে দলের অন্যতম বোলার মহম্মদ সিরাজ-এর চোখের জল সবার নজর কড়েছে। বর্তমানে সামির পরেই দলের অন্যতম ভরসা যোগ্য বোলার সিরাজ। সূত্রের খবর, গুঞ্জণ শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন সিরাজ। শোনা যাচ্ছে নতুন বছরেই ভক্তদের জানাতে পারেন এই সুখবর। হায়দরাবাদের বাসিন্দা মহম্মদ শিরাজ তার এই বান্ধবীর কথা কিন্তু এখনও গোপনই রেখেছেন। এই বিষয়ে এখনও কিছুই খোলসা করেননি তিনি। সূত্রের খবর, তবে জানা যাচ্ছে পাত্রীও নাকি হায়দরাবাদের। শুধু এই নয় দুজনের বাগদান পর্বও হয়ে গিয়েছে এখন শুধু বাকি বিয়ের। তবে এই পাত্রী কে? তা রীতিমতো গোপণ রয়েছে। যার খোলসা হতে চলেছে খুব শীঘ্রই। উল্লেখ্য, এই বছরের বিশ্বকাপে ১৪ টি উইকেট নিয়েছেন সিরাজ। শুধু বিশ্বকাপ নয় একের পর এক সিরিজে নিজের বোলিং-এ প্রতিপক্ষদের হারিয়েছেন।
Advertisement
Advertisement



