কলকাতা, ২৪ নভেম্বর – ১০০ দিনের কাজের টাকার দাবিতে সরব হলেন বিজেপি বিধায়করা। তৃণমূলের সুরে সুর মিলল তাঁদেরও। শুক্রবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে এই ইস্যুতে সরব হন দলের বিধায়করা। তাঁরা এদিন সাফ জানান, ১০০ দিনের কাজের টাকা না পেয়ে সমস্যার মধ্যে কাটাচ্ছেন প্রান্তিক মানুষ। যত দ্রুত সম্ভব কেন্দ্রকে এই টাকা দেওয়ার কথা বলুন সুকান্ত মজুমদার। প্রয়োজনে চিঠি লেখা হোক প্রধানমন্ত্রীকেও। বিধায়কদের আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর আশ্বাস বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন।
Advertisement
Advertisement



