দিল্লি ও গাজা , ১২ নভেম্বর – প্যালেস্টাইনে ইজরায়েলি বসতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে রাষ্ট্রসংঘ যে খসড়া প্রস্তাব তৈরি করেছে তার পক্ষে ভোট দিল ভারত। রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪৫ টিরও বেশি দেশ। পূর্ব জেরুজালেম-সহ অধিকৃত প্যালেস্টাইনি অঞ্চল এবং সিরিয়ার গোলানে বসতি স্থাপনের নিন্দা করেছে এই খসড়া প্রস্তাব।
এদিকে আল-শিফা হাসপাতালের ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন চিকিৎসকেরা। এদিন ২ শিশুর মৃত্যুর কথা জানিয়ে বিবৃতি দিয়ে ইজরায়েলি চিকিৎসকদের একটি দল জানায়, বিদ্যুৎ না থাকায় নিওনেটাল ইনসেনটিভ কেয়ার ইউনিটের কাজ বন্ধ হয়ে যায়। যার ফলে ২টি প্রিম্যাচিওর শিশুর মৃত্যু হয়। আরও ৩৭টি শিশু বিপদের মুখে রয়েছে।
Advertisement
গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং শিশুদের অবস্থা খুবই সঙ্গীন বলে উদ্বেগ প্রকাশ করেছেন হু প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসুস। তিনি বলেন, গাজায় প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করে তিনি আরও বলেন, “গাজায় এখন কোনও জায়গাই নিরাপদ নয়। কেউই নিরাপদে নেই। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।”
Advertisement
Advertisement



