আর কিছুদিন পরেই তার জন্মদিন। আর জন্মদিনের আগেই বেশ খােশমেজাজে রয়েছেন তিনি। আর থাকবেন নাই বা কেন! সঙ্গে যে রয়েছে বয়ফ্রেন্ড দেব।
হ্যা, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে। আগামী ২৭ জুন রুক্মিণীর জন্মদিন। আর তার আগে তিনি দেবের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন।
Advertisement
ইতিমধ্যেই মলদ্বীপে তাদের ছুটি কাটানাের বিভিন্ন মুহূর্তের ছবি সােশ্যাল মিডিয়ায় শেয়ারও করে ফেলেছেন। এবং সেই সব ছবি দেখে বােঝাই যাচ্ছে যে, বেশ ভালােই আছেন দুটিতে। চালিয়ে যান রুক্মিণী-দেব।
Advertisement
Advertisement



