• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী মোদী!

দিল্লি:- রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনি বলেছেন,রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি কোটি কোটি ভক্তের অনুভূতিকে প্রতিফলিত করবে। উল্লেখ্য, এর আগে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে প্রধানমন্ত্রী মোদীকে ২২ জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ট্রাস্টের কর্তারা আমন্ত্রণ নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। যা

দিল্লি:- রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনি বলেছেন,রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি কোটি কোটি ভক্তের অনুভূতিকে প্রতিফলিত করবে। উল্লেখ্য, এর আগে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে প্রধানমন্ত্রী মোদীকে ২২ জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ট্রাস্টের কর্তারা আমন্ত্রণ নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। যা তিনি গ্রহণ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত ছবিও শেয়ার করেছেন তিনি। এবার সেই আমন্ত্রণ গ্রহণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই বলেছেন, দেশের প্রা. ৪ হাজার সাধু, মহাত্মা এবং সমাজের ২৫০০ বিশিষ্ট ব্যক্তি ওই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হবেন। মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আরো জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন, উদুপির পেজাওয়ার মঠের পূজ্য স্বামী বিশ্বপ্রসন্ন তীর্থজি মহারাজ, পূজ্য স্বামী গোবিন্দ দেব গিরিজি মহারাজ, মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র এবং তিনি নিজে। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হলে, তাতে তিনি অনুমোদন দেন।

Advertisement

Advertisement