• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

নিশিকান্ত আর মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ডকে ডেকে পাঠাল এথিক্স কমিটি

দিল্লি, ১৮ অক্টোবর– তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে আনা অভিযোগ এথিক্স কমিটির কাছে পাঠিয়েছিলেন স্পিকার৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এবার সেই অভিযোগ খতিয়ে দেখতে লোকসভার এথিক্স কমিটি বিজেপি এমপি নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদরাইকে মৌখিকভাবে প্রমাণ দেওয়ার জন্য জানিয়েছে৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ১৫ অক্টোবর অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তোলেন বিজেপির সাংসদ

Trinamool candidate Mahua Moitra. (Photo: IANS)

দিল্লি, ১৮ অক্টোবর– তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে আনা অভিযোগ এথিক্স কমিটির কাছে পাঠিয়েছিলেন স্পিকার৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এবার সেই অভিযোগ খতিয়ে দেখতে লোকসভার এথিক্স কমিটি বিজেপি এমপি নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদরাইকে মৌখিকভাবে প্রমাণ দেওয়ার জন্য জানিয়েছে৷
মহুয়া মৈত্রের বিরুদ্ধে ১৫ অক্টোবর অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তোলেন বিজেপির সাংসদ ডঃ নিশিকান্ত দুবে৷  এনিয়ে মৌখিকভাবে প্রমাণ দেওয়ার জন্য ডঃ নিশিকান্ত দুবেকে ডাকা হয়েছে৷ ২৬ অক্টোবর তাঁকে ডেকে পাঠানো হয়েছে৷ দুবের দাবি ছিল, ঘুষ নিয়ে ব্যবসায়ী দর্শনে হীরানন্দানির হয়ে প্রশ্ন করতেন মহুয়া মৈত্র৷ মহুয়াকে সাসপেন্ড করার দাবিও তুলেছিলেন নিশিকান্ত৷ নিশিকান্ত বলেন, ‘আদানিকে কোণঠাসা করতে তিনি এই পথ নিয়েছিলেন৷ মহুয়া মৈত্র যে ৬১টি প্রশ্ন করেছেন তার মধ্যে ৫০টি প্রশ্ন ব্যবসায়ীর স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে৷ আদানি গ্রুপের বিরুদ্ধে থাকা ব্যবসায়ী গ্রুপ হীরানন্দানির স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়েছে৷ আমি সহ আরও এমপিরা ভাবতেন মহুয়া মৈত্রের নেতৃত্বে তৃণমূলের এই চিৎকার করা ব্রিগেড কেন এত সক্রিয়? সরকারি নীতি নিয়ে আলোচনা হতেই তাঁরা রে রে করে ওঠেন৷ অন্যদিকে নিশিকান্তর বিরুদ্ধে পালটা জাল ডিগ্রি রাখার অভিযোগ তুলেছিলেন মহুয়া৷

প্রসঙ্গত আইনজীবী জয় অনন্ত দেহাদরাই একসময় মহুয়ার বয়ফ্রেন্ড বলেই পরিচিত ছিলেন৷ একাধিক মিডিয়া রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে৷ তৃণমূল এমপি মহুয়া মৈত্র আগেই দাবি করেছিলেন, দুমুখো সঙ্ঘীরা ও ভুয়ো ডিগ্রিওলারা যদি ভাবেন আমায় চুপ করাবেন তবে বলছি সময় নষ্ট করবেন না৷ আপনাদের আইনজীবীদের ঠিকঠাক ব্যবহার করুন৷ আদানির বিরুদ্ধে তদন্ত শেষ করে আমার বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই৷ স্বাগত জানাচ্ছি৷বের দাবি ছিল, ঘুষ নিয়ে ব্যবসায়ী দর্শনে হীরানন্দানির হয়ে প্রশ্ন করতেন মহুয়া মৈত্র। আদানিকে কোণঠাসা করতে তিনি এই পথ নিয়েছিলেন। মহুয়া মৈত্র যে ৬১টি প্রশ্ন করেছেন তার মধ্যে ৫০টি প্রশ্ন ব্যবসায়ীর স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। আদানি গ্রুপের বিরুদ্ধে থাকা ব্যবসায়ী গ্রুপ হীরানন্দানির স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়েছে। আমি সহ আরও এমপিরা ভাবতেন মহুয়া মৈত্রের নেতৃত্বে তৃণমূলের এই চিৎকার করা ব্রিগেড কেন এত সক্রিয়?| সরকারি নীতি নিয়ে আলোচনা হতেই তাঁরা রে রে করে ওঠেন।

প্রসঙ্গত আইনজীবী জয় অনন্ত দেহাদরাই একসময় মহুয়ার বয়ফ্রেন্ড বলেই পরিচিত ছিলেন। একাধিক মিডিয়া রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে।

Advertisement

তৃণমূল এমপি মহুয়া মৈত্র আগেই দাবি করেছিলেন, দুমুখো সঙ্ঘীরা ও ভুয়ো ডিগ্রিওলারা যদি ভাবেন আমায় চুপ করাবেন তবে বলছি সময় নষ্ট করবেন না। আপনাদের আইনজীবীদের ঠিকঠাক ব্যবহার করুন। আদানির বিরুদ্ধে তদন্ত শেষ করে আমার বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই। স্বাগত জানাচ্ছি।

Advertisement

মহুয়াকে সাসপেন্ড করার দাবিও তুলেছিলেন নিশিকান্ত। অন্যদিকে নিশিকান্তর বিরুদ্ধে পালটা জাল ডিগ্রি রাখার অভিযোগ তুলেছিলেন মহুয়া।

Advertisement