• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ক্যামেরুনে ভূমিধস, নিহত অন্তত ২৩

ইয়াউন্দে, ৯ অক্টোবর–  ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকলকর্মীরা সোমবার এ তথ্য জানিয়েছেন। তারা আরো ক্ষতিগ্রস্তের সন্ধান করছেন। ইয়াউন্দেতে বর্ষাকালে প্রায়ই ভূমিধস হয়। সেখানে শহরের অনেক পাহাড়ে কখনো কখনো অনিশ্চিতভাবে বাড়ি তৈরি করা হয়। সর্বশেষ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ইয়াউন্দের উত্তর-পশ্চিমে এমবানকোলো জেলায়, যেখানে প্রায় তিন মিলিয়ন লোকের বাস।সরকারি

ইয়াউন্দে, ৯ অক্টোবর–  ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকলকর্মীরা সোমবার এ তথ্য জানিয়েছেন। তারা আরো ক্ষতিগ্রস্তের সন্ধান করছেন।

ইয়াউন্দেতে বর্ষাকালে প্রায়ই ভূমিধস হয়। সেখানে শহরের অনেক পাহাড়ে কখনো কখনো অনিশ্চিতভাবে বাড়ি তৈরি করা হয়। সর্বশেষ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ইয়াউন্দের উত্তর-পশ্চিমে এমবানকোলো জেলায়, যেখানে প্রায় তিন মিলিয়ন লোকের বাস।সরকারি সম্প্রচারকারী সিআরটিভির মতে, মুষলধারে বৃষ্টির কারণে উঁচু জমিতে একটি কৃত্রিম হ্রদকে আটকে রাখা বাঁধ ফেটে গেছে।

Advertisement

গত বছরের নভেম্বরে ইয়াউন্দের দামাস জেলায় একটি ভূমিধসে কমপক্ষে ১৫ জন মারা গিয়েছিল। ২০১৯ সালে পশ্চিমাঞ্চলীয় শহর বাফৌসামে ৪৩ জন নিহত হয়েছিল।

Advertisement

Advertisement