লখনউ, ২৯ সেপ্টেম্বর– শুক্রবার সকাল হতেই ভয়ঙ্কর খবর এল উত্তরপ্রদেশের হাপুর থেকে। পশ্চিম উত্তরপ্রদেশে গর্ভবতী এক যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে তাঁর মা ও ভাই। ওই যুবতীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই চলছে তাঁর।
হাপুরের নওয়াদা খুর্দ গ্রামে এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই অঞ্চলে জাঠেদের প্রভাব বেশি। বরাবরই পুরুষতান্ত্রিক সমাজে সেখানে মহিলারা নির্যাতিতা হয়েছে বলে অভিযোগ রয়েছে।পুলিশ জানিয়েছে, ওই যুবতী অবিবাহিতা। গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের কারণে তিনি গর্ভবতী হয়ে পড়েন। এ ঘটনা তাঁর বাড়ির লোকজন জানতে পেরে তাঁকে মারধর করে।
Advertisement
গত ২৮ তারিখ তাঁর মা ও ভাই তাঁকে টেনে জঙ্গলে নিয়ে যায়। তার পর তাঁর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। যুবতীর মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
Advertisement



