ভারত:- ইতিমধ্যেই শাকিব-তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এরইমধ্যে বিশ্বকাপ শুরুর আগে অবসরের পরিকল্পনা ঘোষণা করে দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তথা অধিনায়ক শাবিক। বিশ্বকাপের পর তিনি যে নেতৃত্বের দায়িত্বে থাকবেন না তা স্পষ্ট করে দিয়েছেন শাকিব। বিশ্বকাপে বাংলাদেশের দল নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। দল থেকে বাদ যাওয়ায় রাজনীতির অভিযোগ তুলে বিস্ফোরণ ঘটিয়েছেন তামিম ইকবাল। তাঁর নিশানা বর্তমান অধিনায়ক শাকিবের দিকেই। এর পাল্টা দিতে ছাড়লেন না শাকিবও। তবে বিশ্বকাপে আগেই নিজের অবসরের পরিকল্পনা ঘোষণা করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সূত্রের খবর, নিজের অবসর প্রসঙ্গে শাকিব জানান, তিনি খুব বেশি হলে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পরে ক্ষুদ্রতম ফরম্যাট থেকে অবসর নেবেন। আর টেস্ট ক্রিকেট থেকে বিশ্বকাপের পরেই অবসর নিতে পারেন। জানা গিয়েছে, অভিযোগ উঠেছে , শাকিব আল হাসানের কারণেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। তামিম স্বীকার করে নেন যে, তাঁর শরীরে ব্যাথা রয়েছে। তবে কোনও চোট নেই। আনফিট নন তিনি। কয়েকদিনের রিহ্যাবেই পুরোপুরি তরজাজা হয়ে উঠবেন। বিশ্বকাপের আগে বেশ কিছুদিন সময় রয়েছে। প্রথম প্রস্তুতি ম্যাচ পর্যন্ত বিশ্রাম নিলেই কোনও সমস্যা হওয়ার কথা নয়।
Advertisement
Advertisement



