• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইএসএলে জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট।

কলকাতা:- আইএসএলে জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরু এফসিকে হারাল সবুজ মেরুন দল। ম্যাচের ফল ১-০। ম্যাচের একমাত্র গোল করছেন হুগো বুমোস। সূত্রের খবর, জানা গিয়েছে, কার্ড সমস্যা কাটিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম একাদশে আসেন অনিরুদ্ধ থাপা। বাকি পাঞ্জাব ম্যাচের দলই অপরিবর্তিত রাখেন কোতচ জুয়ান

কলকাতা:- আইএসএলে জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরু এফসিকে হারাল সবুজ মেরুন দল। ম্যাচের ফল ১-০। ম্যাচের একমাত্র গোল করছেন হুগো বুমোস। সূত্রের খবর, জানা গিয়েছে, কার্ড সমস্যা কাটিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম একাদশে আসেন অনিরুদ্ধ থাপা। বাকি পাঞ্জাব ম্যাচের দলই অপরিবর্তিত রাখেন কোতচ জুয়ান ফেরান্দো। প্রথম ম্যাচে কেরলের কাছে হারলেও সুনীলহীন বেঙ্গালুরু যে কঠিন প্রতিপক্ষ তা আগাম জানিয়েছিলেন সবুজ মেরুন কোচ। বেঙ্গালুরু দলটিকে হারাতে বেশ বেগ পেতে হল সবুজ মেরুনকে। আই লিগ হোক বা আইএসএল বিগত কয়েক বছরে মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ অন্যমাত্রা পেয়েছে ভারতীয় ফুটবলে। গত বছর ফাইনালে এই দলকেই হারিয়ে আইএসএল খেতাব জিতেছিল জুয়ান ফেরান্দোর দল। স্প্যানিশ কোচের পর্যবেক্ষণ কতটা সঠিক ছিল তাএই ম্যাচেই দেখা গেল। কামিংস, হুগো, সাদিকু থেকে তাঁর হাতে থাকা সব অস্ত্রকেই ব্যবহার করেন ফেরান্দো। তবে কার্যক্ষেত্রে মাত্র একবারই বেঙ্গালুরুর জালে বল জড়াতে পারল সবুজ মেরুন জার্সিধারী ফুটবলাররা।

Advertisement

Advertisement