ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর– ডিভোর্স চাওয়ায় ৮০ বছরের স্বামীকে গুলি ষাটোর্ধ্ব স্ত্রীর। দাম্পত্য জীবনে ইতি টানতে চেয়েছিলেন স্বামী। অশীতিপর বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত ক্রিস্টিনা পাসকুয়ালেত্তোর বয়স ৬২ বছর। বর্তমানে তিনি গিলবার্টের বাসিন্দা। তাঁর স্বামী ৮০ বছরের জন পাসকুয়ালেত্তো থাকেন প্রেসকোটে। মাস কয়েক আগে অবধি সেখানেই থাকতেন ক্রিস্টিনাও। বর্তমানে দুজনে আলাদা থাকেন। জানা গিয়েছে, বিচ্ছেদ চেয়েছিলেন জন। ২০ সেপ্টেম্বর মাঝ রাতে গাড়ি চালিয়ে প্রেসকোটের বাড়িতে পৌঁছন ক্রিস্টিনা। সেখান বর্তমানে একাই থাকতেন জন। পুলিশ সূত্রে খবর, বিচ্ছেদ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় ছিলেন জন। তখনই তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ক্রিস্টিনা। তখনও বিছানায় শুয়ে ছিলেন জন। এরপর ৯১১ তে ফোন করে খবর দেওয়া হয়।
Advertisement
Advertisement
Advertisement



