• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘ভূত’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে

শেষে কিনা ভূত! তাঁকে নিয়ে হৈ চৈ কম হয়নি। মেয়েদের নায়কসুলভ চেহারা না হলেও, মেয়েদের পছন্দের তালিকায় এই মুহূর্তে তিনি বেশ স্বস্তিজনক স্থানে রয়েছেন।

'ভূত' ছবির পোস্টার (Photo: Twitter/@karanjohar)

শেষে কিনা ভূত! তাঁকে নিয়ে হৈ চৈ কম হয়নি। মেয়েদের নায়কসুলভ চেহারা না হলেও, মেয়েদের পছন্দের তালিকায় এই মুহূর্তে তিনি বেশ স্বস্তিজনক স্থানে রয়েছেন।

তাঁকে মনের মণিকোঠায় এবং স্বপ্নের পুরুষের আসনে বসিয়েছেন, এমন মহিলার সংখ্যাও নেহাত কম নয়। সেই ভিকি কৌশলই নাকি এখন ভূত। মানে ভূতের ছবিতে তিনি অভিনয় করছেন।

Advertisement

সম্প্রতি এই ছবির পােস্টার সামনে এসেছে। ছবিটির প্রযােজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর এবং ধর্মা প্রােডাকশন। ভিকির এটাই প্রথম হরর ছবি। করণ জোহর এবং ধর্মা প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে প্রথম ছবি। ছবিটির পরিচালক ভানুপ্রতাপ সিং। ভানু’র এটি পরিচালক হিসেবে প্রথম ছবি।

Advertisement

প্রসঙ্গত এই ছবিটি করতে গিয়েই ভিকি আঘাত পান। ছবিটির পােস্টারেই বােঝা যাচ্ছে আবার পর্দা কাঁপাতে আসছেন ভিকি। তবে ভূতের ছবি! প্রেমের ছবিতে আপনাকে কি দেখা যাবে না?

Advertisement