অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুন্দর শতরান করার সময় বাঁ-হাতের বুড়াে আঙুলে চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। আঙুলের চোট গুরুতর থাকায় তাঁকে প্রায় দিন পনেরাে মাঠের বাইরে থাকতে হবে। তাঁর স্ট্যান্ড বাই হিসাবে ইতিমধ্যে ইংল্যান্ডে উড়ে গিয়েছেন ঋষভ পন্থ। তবে, সকলের আশা ‘গব্বর’ নিজের চোট সারিয়ে পুরােপুরি ফিট হয়ে মাঠে নামবেন।
তবে, পাকিস্তানের রুিদ্ধে ম্যাচে রবিবার মাঠে নানারকম মেজাজে দেখা গেল গব্বরকে। কখনাে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে মজা করছেন বা বিপক্ষ খেলােয়াড়দের সঙ্গেও কথা বলছেন। তবে, তাঁর হাতের আঙুলের চোটের জন্য যে যন্ত্রণাটা হচ্ছে সেটা তিনি কাউকে বুঝতে দিলেন না। এবং তাঁর এক গাল হাসি সব যন্ত্রণা তাঁর ভুলিয়ে দিয়েছিল।
Advertisement
Advertisement
Advertisement



