কিন্তু এত বছর একই ইন্ডাস্ট্রিতে থেকেও একসঙ্গে পর্দায় হাজির হননি তারা! একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি অক্ষয় এবং রানিকে। না, সুযোগের অভাব নয়। এর পেছনে রয়েছে দুই তারকার ঠাণ্ডা এক লড়াই।
Advertisement
Advertisement
Advertisement
মুম্বই, ১৮ সেপ্টেম্বর– বলিউডের দুই প্রভাবশালী তারকা অক্ষয় কুমার এবং রানি মুখার্জি। এই দুই তারকা প্রায় তিন দশক সময় পার করে ফেলেছেন হিন্দি চলচ্চিত্রে। ক্যারিয়ারে নানা চড়াই-উৎরাই পার করে নিজ নিজ জায়গা পাকাপোক্ত করেছেন দুজনেই। পৌঁছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু এত বছর একই ইন্ডাস্ট্রিতে থেকেও একসঙ্গে পর্দায় হাজির হননি তারা! একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে
কিন্তু এত বছর একই ইন্ডাস্ট্রিতে থেকেও একসঙ্গে পর্দায় হাজির হননি তারা! একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি অক্ষয় এবং রানিকে। না, সুযোগের অভাব নয়। এর পেছনে রয়েছে দুই তারকার ঠাণ্ডা এক লড়াই।
Advertisement
Advertisement
Advertisement
© 2025 - All rights reserved.