মুম্বাই, ১১ সেপ্টেম্বর – জি-২০ সম্মেলনে শেষে শীর্ষে উঠল নিফটি। সোমবার বাজার খুলতেই ম্যাজিক দেখায় শেয়ার বাজার । এই নিয়ে টানা সপ্তম দিন ঊর্ধ্বগতি বজায় রাখল সেনসেক্স । সপ্তাহের প্রথম দিন ৫২৮.১৭ পয়েন্ট লাভ করে ৬৭,১২৭.০৮ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্যদিকে প্রথমবার ২০ হাজারের ঊর্ধ্বসীমা অতিক্রম করল নিফটি ।
বম্বে স্টক এক্সচেঞ্জে শীর্ষে থাকা ইডটিলিটির লাভের পরিমাণ ২.৪৩ শতাংশ। এর পর রয়েছে যথাক্রমে টেলিকম, পাওয়ার, অটো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই তালিকায় রয়েছে সরকারি ব্যাংক, মেটাল, অটো। নিফটিতে সরকারি ব্যাংকের লাভের পরিমাণ ৩.১৩ শতাংশে পৌঁছেছে। সব মিলিয়ে ৫২৮.১৭ পয়েন্ট লাভ করে ৬৭,১২৭.০৮ পয়েন্টে শুক্রবার শেষ করল সেনসেক্স।
Advertisement
Advertisement
Advertisement



