কলকাতা: টাকা নিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী-এমপি মমতাজ বেগমের বিরুদ্ধে আবারো গ্রেফতারি পরোয়ানা জারি করল বহরমপুর আদালত। চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বহরমপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় বিচারক অলকেশ দাস এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে এই প্রথম নয় এর আগে এই মামলায় মমতাজের বিরুদ্ধে তিনবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এর পর সঙ্গীতশিল্পী মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন। উচ্চ আদালত ওই আবেদন খারিজ করে দেয়। বহরমপুর আদালতের নির্দেশ অনুসারে, ৮ সেপ্টেম্বর মমতাজকে সশরীরে হাজিরা দিতে হবে। এর জবাবে মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানান, তার মক্কেল আদালতের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবেন।
Advertisement
Advertisement
Advertisement



