দিল্লি, ২৫ অগাস্ট – মণিপুরের হিংসা সংক্রান্ত যে মামলাগুলির তদন্ত ভার সিবিআইয়ের হাতে রয়েছে, সেই মামলাগুলি অসম হাই কোর্টে হস্তান্তরের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই সমস্ত মামলাগুলির বিচারের জন্য নিম্ন আদালত মনোনীত করার সিদ্ধান্ত গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে অভিযুক্তদের রিমান্ডে নেওয়া, হিংসায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানি সমস্ত প্রক্রিয়াই গুয়াহাটিতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, ওভিজুলদের হাজিরা, পুলিশ হেফাজত, জেল হেফাজত এবং হেফাজতের মেয়াদ সংক্রান্ত মামলা অনলাইনে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্যাতনের শিকার, কোন সাক্ষী এবং সিবিআই মামলায় যুক্ত কারও যদি অনলাইনে মুখ দেখতে আপত্তি বা ভয় থাকে, তবে তিনি গৌহাটির আদালতে সরাসরি হাজিরা দিতে পারেন। এজন্য মণিপুর সরকারকে প্রয়োজনীয় ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।