শ্রীনগর, ২২ আগস্ট – জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের বালাকোট দিয়ে পাক জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। গোপনসূত্রে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি জানতে পারে পুঞ্চের বালাকোট সেক্টর দিয়ে এদেশে ঢোকার পরিকল্পনা করছে পাক জঙ্গিরা। সেইমতো অভিযান চালায় ভারতীয় সেনা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সোমবার ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর মেলে। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে সোমবার বালাকোটের হামিরপুরে নিয়ন্ত্রণরেখা বরাবর দুই জঙ্গি অনুপ্রেবেশের চেষ্টা করে। এই সময় জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় সেনা। দুই পক্ষের গুলির লড়াইয়ে একজন জঙ্গি নিহত হয়। গুরুতর জখম হয় অন্য এক জঙ্গিও। সেই অবস্থাতেই সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল সে। কিন্তু পরে তারও মৃত্যু হয়। মৃত জঙ্গিদের কাছ থেকে দু’টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, দু’টি গ্রেনেড একটি ‘একে ৪৭’ রাইফেল উদ্ধার করে সেনা বাহিনী।
উল্লেখ্য, শুধু জম্মু ও কাশ্মীর নয়, সেই সঙ্গে পাঞ্জাবের সীমান্ত এলাকা দিয়েও অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে বলে জানানো হয়েছে। কয়েকদিন আগে পঞ্জাবের পাঠানকোট এলাকায় অনু্প্রবেশকারী এক পাক জঙ্গিকে খতম করা হয়। এবার ফের বালাকোটেওঁ একই ঘটনার পুনরাবৃত্তি হল। অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় সতর্ক করা হয়েছে সেনা বাহিনীকে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ করতে কঠোর সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



