কলকাতা, ১১ অগাস্ট – বড়বাজারের পর বৌবাজার। দু’মাসের ব্যবধানে ফের আগুন দোকান এবং গুদামে। শুক্রবার সকালে বৌবাজারের একটি রাসায়নিকের গুদামের বেসমেন্টে আগুন লাগে। সংলগ্ন একটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটি ইঞ্জিন।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। সেখানে মূলত আঠা তৈরির রাসায়নিক রাখা ছিল বলে জানা গেছে। আগুন ছড়িয়ে পড়তেই একের পর এক রাসায়নিক ভর্তি ড্রাম ফাটতে থাকে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
Advertisement
Advertisement



