কলকাতা , ১৫ জুন – কলকাতা বিমানবন্দরে হঠাৎ আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে । বুধবার রাত ৯টা ১২ মিনিট নাগাদ বিমানবন্দর থেকে বেরোনোর মুখে ৩-এ গেটের কাছে হঠাৎ আগুন লেগে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা । যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। বিমানবন্দরের পাঁচটি এবং দমকলের চারটি ইঞ্জিন আধ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে, সাময়িক ভাবে ব্যাহত হয় বিমানবন্দরের পরিষেবা। বন্ধ রাখা হয় চেক-ইন প্রক্রিয়াও। ঘটনার কথা টুইট করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। রাতে টুইট করেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
বিমানবন্দরের ‘চেক-ইন’ এলাকার ‘ডি-পোর্টালে’ আগুন লাগার ফলে সাময়িক ভাবে ব্যাহত হয় বিমান পরিষেবা। আগুন লাগার ফলে ‘চেক-ইন’ প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়। বিমান পরিষেবা সাময়িক ভাবে বন্ধ ছিল। রাত সাড়ে ১০টা নাগাদ ‘চেক-ইন’ প্রক্রিয়া ফের শুরু হলে স্বাভাবিক হয় পরিষেবা।
Advertisement
রাত পৌনে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন লাগার বিষয়টি টুইট করেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টুইটে তিনি লেখেন, “কলকাতা বিমানবন্দরে ছোটখাটো একটি আগুন লাগার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সমস্ত যাত্রী এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। রাত ১০টা ২৫ মিনিট থেকে ‘চেক ইন’ প্রক্রিয়া ফের স্বাভাবিক হয়েছে। আগুন লাগার কারণ শীঘ্রই জানা যাবে ।’’
Advertisement
Advertisement



