• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিম্নচাপেই বর্ষার আগমন, কেরল দিয়ে দক্ষিণের দুই রাজ্যে বৃষ্টি শুরু

বেঙ্গালুরু, ৮ জুন– আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপই বর্ষার আগমন ঘটাল দেশে। যদিও রীতি মেনে কেরল দিয়েই বর্ষা এলো দেশে। এর আগে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, শুক্রবার দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢুকতে পারে বর্ষা। তবে তার এক দিন আগে, বৃহস্পতিবারই কেরলে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ত্বরান্বিত করেছে বলে মনে করছে হাওয়া

বেঙ্গালুরু, ৮ জুন– আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপই বর্ষার আগমন ঘটাল দেশে। যদিও রীতি মেনে কেরল দিয়েই বর্ষা এলো দেশে। এর আগে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, শুক্রবার দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢুকতে পারে বর্ষা। তবে তার এক দিন আগে, বৃহস্পতিবারই কেরলে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ত্বরান্বিত করেছে বলে মনে করছে হাওয়া অফিস। আগামী দু’দিন লক্ষদ্বীপ, কেরল এবং উপকূলবর্তী কর্নাটকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সচরাচর ১ জুন কেরল দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢোকে বর্ষা। তার পর ধাপে ধাপে ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে নানা কারণে বর্ষার আগমনে অনেক সময়ই বিলম্ব ঘটে। কোনও কোনও বছর বর্ষা সময়ের আগেই চলে আসে কেরল উপকূলে। তবে আবহবিদেরা জানাচ্ছেন, কেরলে দেরিতে বর্ষা এলেও সারা দেশে বৃষ্টির পরিমাণে তার প্রভাব পড়ার কথা নয়।

Advertisement

গত বছর সময়ের আগেই ঢুকেছিল বর্ষা (২৯ মে)। ২০২১ সালে বর্ষা ঢুকেছিল ৩ জুন। ২০২০ সালে অবশ্য ক্যালেন্ডার অনুসরণ করেই কেরলে বর্ষা ঢুকেছিল। আবার ২০১৯ সালে চলতি বছরের মতোই ৮ জুন দেশে বর্ষা ঢুকেছিল। প্রবল গরমে কাহিল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। এই পরিস্থিতিতে সারা দেশে বর্ষা কখন সক্রিয় হয়, তা জানতে উদ্‌গ্রীব সকলেই।

Advertisement

Advertisement