• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শ্রীলঙ্কাকেও পিছনে ফেলে মুদ্রাস্ফীতিতে শীর্ষে পাকিস্তান

ইসলামাবাদ, ২ জুন– এ যেন শ্রীলংকার পুনরাবৃত্তি। শ্রীলংকার মতোই ঋণে জর্জরিত পাকিস্তানে বেড়েই চলেছে আর্থিক দুর্দশা। আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্য। টান পড়েছে সাধারণ মানুষের হেঁসেলে। তারপর দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান ও বর্তমান সরকারের সংঘাত অব্যাহত। কিন্তু এবার যে খবর সামনে এল তাতে পাকিস্তান যেকোন সময় দেউলিয়া হয়ে যেতে পারে। প্রকাশিত হয়েছে, সেদেশের বার্ষিক মুদ্রাস্ফীতির তথ্য। গত

ইসলামাবাদ, ২ জুন– এ যেন শ্রীলংকার পুনরাবৃত্তি। শ্রীলংকার মতোই ঋণে জর্জরিত পাকিস্তানে বেড়েই চলেছে আর্থিক দুর্দশা। আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্য। টান পড়েছে সাধারণ মানুষের হেঁসেলে। তারপর দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান ও বর্তমান সরকারের সংঘাত অব্যাহত। কিন্তু এবার যে খবর সামনে এল তাতে পাকিস্তান যেকোন সময় দেউলিয়া হয়ে যেতে পারে। প্রকাশিত হয়েছে, সেদেশের বার্ষিক মুদ্রাস্ফীতির তথ্য। গত এক বছরে সেদেশের মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৭.৯৭ শতাংশ। পাকিস্তান পিছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কাকেও। মে মাসে দ্বীপরাষ্ট্রের মুদ্রাস্ফীতি রয়েছে ২৫.২ শতাংশে। দক্ষিণ এশিয়ার কোনও দেশেরই পরিস্থিতি পাকিস্তানের মতো খারাপ নয়।

প্রকাশিত তথ্য বলছে, পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো। মদ এবং সিগারেটের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ১২৩.৯৬ শতাংশ। পাশাপাশি বিনোদন ও সংস্কৃতি খাতে মুদ্রাস্ফীতি ৭২.১৭ শতাংশ। এদিকে পরিবহণের ক্ষেত্রে তা ৫২.৯২ শতাংশ। অপচনশীল খাদ্যের ক্ষেত্রে তা টপকে গিয়েছে ৫০ শতাংশকে। 

Advertisement

উল্লেখ্য, ইমরান খান ও পাক সেনার মধ্যে চলতে থাকা টক্করের মধ্যে ক্রমেই পাকিস্তানের দেউলিয়া হওয়ার সম্ভাবনা বাড়ছে। কেননা সেদেশে প্রায় গৃহযুদ্ধের মতো আবহ এবং তাদের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়ায় প্রায় মুখ ফিরিয়েছে আইএমএফ। এহেন পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মরিয়া চেষ্টা চালাচ্ছেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার পাওয়ার। এই পরিস্থিতিতে আইএমএফ পাকিস্তানের কাছে আরজি জানান, আগে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা করার জন্য।

Advertisement

Advertisement