• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাঠানের পর জওয়ানেও শারুখের ওপর খড়্গহস্ত আরেক খান 

কয়েক মাস আগে পাঠান ছবি মুক্তির সময়ও শাহরুখ-দীপিকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এমনকী, বক্স অফিসে পাঠানের দারুণ সাফল্য নিয়েও কটূক্তি করেছিলেন কমল আর খান। আর এবার কমলের নজর শাহরুখের নতুন ছবি জওয়ানের দিকে। স্বঘোষিত ফিল্ম সমালোচক ও অভিনেতা কমল আর খানের এবারের টার্গেট শাহরুখ খান। সরাসরি বলিউড বাদশাকে তার হুমকি ‘কেরিয়ার ধ্বংস করে দেব’।  এটা

কয়েক মাস আগে পাঠান ছবি মুক্তির সময়ও শাহরুখ-দীপিকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এমনকী, বক্স অফিসে পাঠানের দারুণ সাফল্য নিয়েও কটূক্তি করেছিলেন কমল আর খান। আর এবার কমলের নজর শাহরুখের নতুন ছবি জওয়ানের দিকে।

স্বঘোষিত ফিল্ম সমালোচক ও অভিনেতা কমল আর খানের এবারের টার্গেট শাহরুখ খান। সরাসরি বলিউড বাদশাকে তার হুমকি ‘কেরিয়ার ধ্বংস করে দেব’। 

এটা অবশ্য প্রথম নয় যখন কোনো সেলেবকে হুমকি বা ক্রিটিসাইস করেছেন কমল আর খান। সুযোগ পেলেই বলিউডের সেলেবদের একহাত নেন কমল আর খান । রণবীর কাপুর থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন কাউকেই ছাড়েন না। 

Advertisement

সম্প্রতি কমল একটি টুইট করেছেন। যেখানে কমল লিখলেন, ”আমি শপথ নিচ্ছি যে, জওয়ান ফ্লপ না হওয়া পর্যন্ত আমি শ্বাস নেব না। যদি আমি এই ছবিতে ব্যর্থতা নিশ্চিত না করতে পারি, তা হলে আমি পাকাপাকি ভাবে লন্ডনে চলে যাব।”

Advertisement

তবে শাহরুখের নামে এরকমটা কেন বললেন কমল আর খান, তা কিন্তু স্পষ্ট নয়। এসআরকের সঙ্গে তাঁর কী শত্রুতা, তাও স্পষ্ট করেননি কমল।

Advertisement