গৌহাটি , ২৫ মে – অবশেষে মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরে ফের হিংসা ছড়াচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে নামানো হয়েছে কারফিউ। বৃহস্পতিবারশাহ জানিয়েছেন, ফেরানোর জন্য সবরকম ভাবে চেষ্টা চালাবেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে থাকবেন। রাজ্যবাসীর সঙ্গে কথা বলে শান্তি ফেরানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছেন শাহ। প্রসঙ্গত, শান্তি প্রক্রিয়ার মধ্যেই ফের নতুন করে হিংসা ছড়িয়েছে মণিপুরে। একজনের মৃত্যুও হয়েছে।
আদালতের ওই রায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে রাজ্যের জনজাতি সম্প্রদায়গুলি। রাজনৈতিক মহলের মতে, তখনই রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করা উচিত ছিল। রাজ্য প্রশাসন নিষ্ক্রিয় থাকায় পরিস্থিতি এখন আয়ত্তের বাইরে চলে গেছে। মেইতেই সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে আলোচনায় নারাজ কুকি সম্প্রদায়ের প্রতিনিধিরা।এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর মনিপুর যাওয়ার সিদ্ধান্ত। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত দিনক্ষণ জানা যায়নি।
Advertisement
Advertisement
Advertisement



