• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উপহার না নেওয়ায় বিশ্ববিদ্যালয় চত্বরেই প্রেমিকাকে খুন করে আত্মঘাতী পড়ুয়া

নয়ডা, ১৯ মে– উপহার নিতে অস্বীকার করায় মহিলা সহপাঠীকে খুন করে আত্মঘাতী হল এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে নয়ডার শিব নাদার বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পড়ুয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁদের মধ্যে বারবার ভুল বোঝাবুঝি হয়েছে। মৃত ছাত্রীর নাম স্নেহা চৌরাসিয়া। নয়ডার ওই

নয়ডা, ১৯ মে– উপহার নিতে অস্বীকার করায় মহিলা সহপাঠীকে খুন করে আত্মঘাতী হল এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে নয়ডার শিব নাদার বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পড়ুয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁদের মধ্যে বারবার ভুল বোঝাবুঝি হয়েছে।

মৃত ছাত্রীর নাম স্নেহা চৌরাসিয়া। নয়ডার ওই বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের পড়ুয়া ছিলেন তিনি। তাঁর সহপাঠীর নাম অবশ্য এখনও জানা যায়নি। মৃত দু’জনেরই বয়স ২১ বছর। বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আলাদা হস্টেলে থাকতেন তাঁরা।

ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাত একটা নাগাদ হস্টেলের বাইরে দেখা করে দুই পড়ুয়া। জড়িয়ে ধরে কথাবার্তা শুরু করে তারা। তারপরেই সম্ভবত স্নেহাকে একটি উপহার দিতে চায় ওই পড়ুয়া। কিন্তু সেটি নিতে রাজি হননি স্নেহা। তারপরেই রাগের মাথায় স্নেহার পেটে পরপর দু’বার গুলি চালিয়ে দেয় ওই পড়ুয়া। তারপরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সে। পরে নিজের দেহে গুলি চালিয়ে আত্মঘাতী হয়।

Advertisement

Advertisement

Advertisement