• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পরিত্যক্ত জিনিস দিয়ে বার্ড ফিডার বানালেন আসাননগর কলেজের পড়ুয়ারা

ছাত্র-ছাত্রীরা তাঁদের বাড়িতে পড়ে থাকা জলের বা কোল্ডড্রিংসের বোতল নিয়ে আসেন, সেগুলিকে কেটে তার মধ্যে লাঠি সেট করে তৈরি করা হয় বার্ড ফিডার।

নদিয়ার আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের এনএসএস ইউনিটের তরফে একটি অভিনব উদ্যোগ নেওয়া হল। গরমে বিভিন্ন প্রজাতির পাখিদের জল পান করানোর জন্য প্রায় আড়াইশোটি বার্ড ফিডার তৈরি করা হল এবং তা কলেজ এবং কলেজের পার্শ্ববর্তী বিভিন্ন গাছে টাঙানো হল।

কলেজ সূত্রে খবর, এই বার্ড ফিডারপগুলি কোনটাই কেনা হয়নি। ছাত্র-ছাত্রীরা তাঁদের বাড়িতে পড়ে থাকা জলের বা কোল্ডড্রিংসের বোতল নিয়ে আসেন, সেগুলিকে কেটে তার মধ্যে লাঠি সেট করে তৈরি করা হয় বার্ড ফিডার। এর ফলে একদিকে পরিত্যক্ত বোতলগুলি যেমন এই কাজে লাগিয়ে পরিবেশবন্ধুর কাজ করা হচ্ছে, অপরদিকে এই দাবদাহে পাখিদেরও জলপান করানো সম্ভব হচ্ছে।

Advertisement

কলেজের প্রিন্সিপাল ডঃ অশোককুমার দাস বলেন, ‘এই কর্মসূচিটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রশংসার যোগ্য। তার জন্য এনএসএস টিমকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমাদেরও যেমন বাঁচার অধিকার আছে, ঠিক তেমনই অন্যান্য জীবকুলেরও বাঁচার অধিকার রয়েছে। তাই আমাদের সাধ্য মতো সকলের পাশে দাঁড়াতে হবে এবং তাঁদের সাহায্য করতে হবে। এটি সেই ধরনেরই একটি ক্ষুদ্র প্রচেষ্টা।’

Advertisement

কলেজের অধ্যাপক ডঃ অনিরুদ্ধ সাহা বলেন, ‘আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রজাতির পাখি এসে আমাদের নিজের হাতে তৈরি করা বার্ড ফিডার থেকে জল পান করছে এবং খাদ্য খাচ্ছে। তা দেখে আমাদের অত্যন্ত আনন্দ লাগে। এটি আমাদের কাছে একটি বড় প্রাপ্তি।’

Advertisement