দিল্লি , ১৩ মে – লোকসভা ভোটের আগে বড় ধাক্কা বিজেপি শিবিরে। দক্ষিণের রাজ্য কর্নাটকে বিজেপিকে পরাস্ত করে বিপুল ভোটে জয়ী হল কংগ্রেস। পূর্বাভাস থাকলেও দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্য কর্নাটকে বিজেপির এই পরাজয়ের আঁচ কোন জনমত সমীক্ষাতেই সেভাবে মেলেনি। কংগ্রেসের ‘সুশাসন’ আর ‘দুর্নীতিমুক্ত’ কর্নাটকের স্লোগান যে এভাযে ম্যাজিকের মতো কাজ করবে তার পূর্বাভাস পাওয়া যায়নি। ফলে দক্ষিণের একমাত্র রাজ্যতেও শোচনীয় পরাজয় বিজেপির। কাজে আসলো না হিন্দুত্ব বা মেরুকরণের রাজনীতি।
Advertisement
Advertisement



