কলকাতা, ১০ মে — রাজভবনের উল্টোদিকে অবস্থিত শরাফ হাউস । হঠাৎ সেই শরাফ হাউসে বিধ্বংসী আগুন লেগে যায় ।ঘটনটি মানুষের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। দাউদাউ করে জ্বলছে বাড়ির চারতলার ছাদের একাংশ।খবরটি রাজ্যপালের কাছে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে রাজভবন থেকে বেরিয়ে আসেন তিনি। নিজেই পুরো ঘটনা তদারকি করতে বেরোন । ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
সাথে সাথে ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন এসে উপস্তিতি হয় । ছাদের ওপর সেন্ট্রাল ব্যাঙ্কের ক্যান্টিন ছাড়াও ১১টি অফিস রয়েছে। এর মধ্যে ৬টি শরাফ গোষ্ঠীর অফিস। সবকটি অফিস আগুনে ভস্মীভূত । স্থানীয়দের দাবি, ক্যান্টিন থেকেই আগুন ছড়ায়।ইতিমধ্যেই ভেঙে পড়েছে ছাদের একাংশ।ওপর থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ছে রাস্তায়।
Advertisement
Advertisement



