• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতার ক্রিকেট ভক্তদের ধন্যবাদ জানিয়ে বিদায় বার্তা মাহির , তবে কি এটাই তাঁর শেষ আইপিএল ?

কলকাতা,২৪ এপ্রিল — কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ, হলুদ জার্সিতে ভরা স্টেডিয়াম দেখে অভিভূত ধোনি। সেই সূত্র ধরেই মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই সকলকে। বড় সংখ্যায় মাঠ ভরিয়েছিলেন যাঁরা, তাঁদের অনেকই কেকেআরের ফ্যান এবং পরের কেকেআর ম্যাচে হয়তো নাইটদের জার্সি গায়ে পড়েই মাঠে আসবেন, আজকের দিনে আমার জন্যই হয়তো হলুদ জার্সি পড়েছিলেন তারা।

কলকাতা,২৪ এপ্রিল — কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ, হলুদ জার্সিতে ভরা স্টেডিয়াম দেখে অভিভূত ধোনি। সেই সূত্র ধরেই মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই সকলকে। বড় সংখ্যায় মাঠ ভরিয়েছিলেন যাঁরা, তাঁদের অনেকই কেকেআরের ফ্যান এবং পরের কেকেআর ম্যাচে হয়তো নাইটদের জার্সি গায়ে পড়েই মাঠে আসবেন, আজকের দিনে আমার জন্যই হয়তো হলুদ জার্সি পড়েছিলেন তারা। ওঁরা হয়তো ভেবেছেন আমাকে ফেয়ারওয়েল দেওয়ার এটাই সবথেকে ভালো পন্থা । ব্যক্তিগতভাবে তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

কলকাতার মাঠে এভাবে এত ক্রিকেটভক্তের হলুদ জার্সিতে মাঠে আসা অভিভূত করেছে।’ আর ধোনির নিজেমুখে যে ‘ফেয়ারওয়েল’ বার্তার পরই জোর পেয়েছে জল্পনা। তাহলে কি ইডেনে দাঁড়িয়ে কলকাতার ক্রিকেট ভক্তদের ধন্যবাদ জানানোর মাঝে ধোনি বলেই দিলেন, এটাই তাঁর শেষ আইপিএল ?  ভক্তদের কেরিয়ারের শেষ ম্যাচ কি খেলে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি ? জল্পনার পারদ নিজেই যেন উসকে দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। 
ধোনির এরকম বলার পেছনে কি তার ক্রিকেট জীবনে ব্যাট ও বলের সঙ্গে সম্পর্কের  ইতি টানছেন তিনি ? তা নিয়ে জাগছে মানুষের মনে। 

Advertisement

Advertisement