বেঙ্গালুরু, ১৫ এপ্রিল – রবিবার কোলারে ‘জয় ভারত সমাবেশে’ অংশ নেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ২০১৯ সালের লোকসভা ভোটে যেখানে মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে ২ বছরের জেলের সাজা হয়েছে তাঁর। হারিয়েছেন লোকসভার সাংসদ পদ। সেই শহরেই রাহুল গান্ধি ভোট প্রচারে ।
আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ১৩ মে হবে ফল ঘোষণা। রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার। এই সরকারকে সরাতে এখন থেকেই আঁটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। কয়েকটি জনমত সমীক্ষার পূর্বাভাস বলছে, ক্ষমতা দখলের লড়াইয়ে রয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে একদিকে ভারত জোড়ো যাত্রার সাফল্যকে কাজে লাগাতে চাইছে কংগ্রেস। অন্যদিকে রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে তৈরি হওয়া বিতর্ককেও কংগ্রেসের অনুকূলে কাজে লাগাতে চাইছে কংগ্রেস ।
Advertisement
বেঙ্গালুরুর প্রদেশ কংগ্রেস ভবনের কাছে ইন্দিরা গান্ধীর নামে একটি প্রেক্ষাগৃহের উদ্বোধন করার কথা রাহুলের। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ছাড়াও দলের প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন ।
Advertisement
Advertisement



