• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পদ খোয়ালেন পাক আধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী সর্দার তনবীর ইলিয়াস

১১ এপ্রিল –প্রধানমন্ত্রিত্বের পদ খুইয়ে বসলেন পাক আধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী সর্দার তনবীর ইলিয়াস। আদালত অবমাননার দায়ে তাঁর সাংসদ পদ বাতিল করে দেওয়া হয়েছে। এক পাক সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা যায় । সোমবার পাক অধিকৃত কাশ্মীরের সুপ্রিম কোর্ট একাধিক নোটিশ পাঠায় ইলিয়াসকে। জনসভায় আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।  সেবিষয়ে তাঁর ব্যাখ্যা

১১ এপ্রিল –প্রধানমন্ত্রিত্বের পদ খুইয়ে বসলেন পাক আধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী সর্দার তনবীর ইলিয়াস। আদালত অবমাননার দায়ে তাঁর সাংসদ পদ বাতিল করে দেওয়া হয়েছে। এক পাক সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা যায় ।

সোমবার পাক অধিকৃত কাশ্মীরের সুপ্রিম কোর্ট একাধিক নোটিশ পাঠায় ইলিয়াসকে। জনসভায় আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।  সেবিষয়ে তাঁর ব্যাখ্যা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে মঙ্গলবার তাঁকে হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট, দুই আদালতেই হাজিরা দিতে বলা হয়েছিল। অবশেষে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করল আদালত।

Advertisement

সম্প্রতি ইসলামাবাদে এক জনসভায় পরোক্ষে বিচারব্যবস্থার দিকে আঙুল তোলেন ইলিয়াস। তাঁর অভিযোগ ছিল, তাঁদের সরকারে নাক গলায় আদালত। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন পাক অধিকৃত কাশ্মীরে শিক্ষাক্ষেত্রে সৌদি আরবের দেওয়ার দেড় কোটি ডলার আর্থিক সাহায্যের বিষয়টি। তাঁর অভিযোগ, স্থগিতাদেশ জারি করে ওই অর্থ তাঁদের কাছে পৌঁছনো আটকে দেওয়া হয়েছিল। তাঁর এমন দাবির পরই বিতর্ক তুঙ্গে ওঠে। অবশেষে মঙ্গলবার নিজের পদ খোয়াতে হল ইলিয়াসকে।

Advertisement

উল্লেখ্য, গত আগস্ট থেকেই পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের সংবিধানে কিছু সংশোধন আনার প্রস্তুতি নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সেই সংশোধন হলে পাক অধিকৃত কাশ্মীরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সরাসরি ইসলামাবাদের হাতে চলে যাবে। অর্থাৎ কার্যত পুতুলে পরিণত হবে স্থানীয় প্রশাসন। এর ফলে ওই অঞ্চলের স্বকীয়তা নষ্ট হবে। এটা কিছুতেই হতে দিতে রাজি ননা স্থানীয় বাসিন্দারা। সেই বিতর্কের মধ্যেই ইলিয়াসের বিরুদ্ধে এই পদক্ষেপ সেই বিতর্ককে অন্য মাত্রা যোগ করল ।

Advertisement