• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

১৫ বছরেই স্নাতক পরীক্ষায় তানিষ্কা 

দিল্লি, ১১ এপ্রিল– মধ্যপ্রদেশের কিশোরী তানিষ্কা সুজিত। বয়স মাত্র ১৫ বছর। অথচ এখনই সে অনেকের অনুপ্রেরণা। যে বয়সে মাধ্যমিক বা দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসে পড়ুয়ারা, সেই বয়সে বিএ ফাইনাল পরীক্ষায় বসতে চলেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরের বাসিন্দা তানিষ্কা। সব ঠিক থাকলে ১৫ বছরেই স্নাতক হয়ে নজির গড়বে সে। ২০২০ সালে করোনায় বাবা ও দাদুকে হারায়

দিল্লি, ১১ এপ্রিল– মধ্যপ্রদেশের কিশোরী তানিষ্কা সুজিত। বয়স মাত্র ১৫ বছর। অথচ এখনই সে অনেকের অনুপ্রেরণা। যে বয়সে মাধ্যমিক বা দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসে পড়ুয়ারা, সেই বয়সে বিএ ফাইনাল পরীক্ষায় বসতে চলেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরের বাসিন্দা তানিষ্কা। সব ঠিক থাকলে ১৫ বছরেই স্নাতক হয়ে নজির গড়বে সে।

২০২০ সালে করোনায় বাবা ও দাদুকে হারায় এই কিশোরী৷ ভেঙে না পড়ে নিজের লক্ষ্যে অবিচল ছিল সে৷ ইন্দোরের দেবী আহলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাত্র ১৩ বছর বয়সে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা উত্তীর্ণ হয়। এবার সাইকোলজি নিয়ে বিএ ফাইনাল ইয়ারের পরীক্ষায় বসতে চলেছে৷ আগামী ১৯ থেকে ২৮ এপ্রিল হবে সেই পরীক্ষা৷

তানিষ্কার মেধা ও লড়াইয়ের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কানেও পৌঁছেছে। যার পর গত পয়লা এপ্রিল ভোপালে মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় মেধাবী ছাত্রী। তানিষ্কা সেদিন প্রধানমন্ত্রীকে জানায়, ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করতে চায়৷ দেশের প্রধান বিচারপতি হতে চায় সে৷ তানিষ্কাকে নিজের স্বপ্নপূরণে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী৷

Advertisement

Advertisement