কলকাতা, ২এপ্রিল — শোভাবাজারের কাছে ব্যাহত মেট্রো চলাচল ।হঠাৎ শোনা যায় লাইনে অস্বাভাবিক শব্দ। সাথে সাথে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল।
আপাতত দমদম থেকে দক্ষিণেশ্বর ও সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলছে মেট্রো। এবার লাইনে দাড়িয়ে আর সময় নস্ট হবে না । টিকিট কাটতে গিয়ে মেট্রো মিস হবে না কারও। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু হল কিউ আর কোড পরিষেবা। এবার থেকে বাড়িতে বসেই কাটা যাবে টিকিট।
Advertisement
দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইনেও কিউ আর কোড পরিষেবা দ্রুত চালু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে বাড়িতে বসেই কেটে ফেলা যাবে মেট্রোর টিকিট তবে তার আগে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করতে হবে।
Advertisement
Advertisement



