• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুতিনকে গ্রেফতারি পরোয়ানাকে সঠিক ও দৃঢ় বললেন বাইডেন

ওয়াশিংটন, ১৮ মার্চ– পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি একদম সঠিক এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। এমনটাই মত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। যুদ্ধাপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে সমর্থন করে শনিবার আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনায় পুতিনের ভূমিকা নিয়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’ পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ওয়াশিংটন, ১৮ মার্চ– পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি একদম সঠিক এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। এমনটাই মত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। যুদ্ধাপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে সমর্থন করে শনিবার আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনায় পুতিনের ভূমিকা নিয়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত ঘোষণা করে শুক্রবার দ্য হেগের আইসিসি বলেছিল, ‘‘যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে শিশুদের জোর করে তুলে নিয়ে গিয়েছে রুশ সেনা। এ বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।’’ একই অভিযোগে রুশ শিশু অধিকার দফতরের চেয়ারপার্সন লভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

Advertisement

যদিও আমেরিকা বা রাশিয়া কোনও দেশই আইসিসির সদস্য নয়। আর তাই উল্লেখ করে মস্কোর দাবি, পরোয়ানার কোনও গুরুত্ব তাদের কাছে নেই। রুশ বিদেশ দফতরের মুখপাত্র মারিয়া জ়াখারোভা শুক্রবার বলেন, ‘রাশিয়া এই আদালতের বিচারের আওতায় পড়ে না। তাই এই আদালত কী বলল, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।’

Advertisement

Advertisement