মুম্বাই, ১৩ মার্চ – গত সপ্তাহে হোলির পরই প্রয়াত হন বলিউডের প্রবীণ অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক। প্রাথমিক তদন্ত রিপোর্টে জানা যায় , হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটে। কিন্তু ঘটনাপ্রবাহে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ক্রমেই বাড়ছে রহস্য। মৃত্যুর আগে পর্যন্ত সতীশ যে ফার্ম হাউসে ছিলেন সেটি সতীশের বন্ধু বিকাশ মালুর। বিকাশের স্ত্রী সানভী মালু শনিবার দাবি করেন, সতীশ কৌশিকের মৃত্যুতে তাঁর স্বামী বিকাশ মালুর ভূমিকা থাকতে পারে। ইতিমধ্যেই দিল্লির পুলিশ কমিশনারকে এই বিষয়টি নিয়ে চিঠিও লিখেছেন সানভী। দ্বিতীয় স্ত্রী এমন বিস্ফোরক অভিযোগ করার একদিন পর মুখ নিজের ইনস্টাগ্রাম আকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন বিকাশ , যেখানে দেখা যায় হোলির এক পার্টিতে সতীশ কৌশিকের সঙ্গে নাচ করছেন তিনি। বিকাশ দাবি করেন, তাঁর ও তাঁর পরিবারের নাম কলঙ্ক ছড়ানো হচ্ছে।
রবিবার তারই পাল্টা জবাবে হোলির পার্টির নাচের ভিডিয়ো পোস্ট করেন বিকাশ। সেখানে দেখা যায়, সাদা কুর্তা পরে নাচ করছেন সতীশ কৌশিক। বিকাশ লেখেন, “সতীশজী ৩০ বছর ধরে আমার পরিবারের একজন, অথচ আমার নামকে ভুল ভাবে ব্যবহার করা হচ্ছে। এই বিপর্যয় আমার কল্পনারও বাইরে। বিপর্যয় যখন আসে, তা আগে থেকে বোঝা যায় না। এটি নিয়ন্ত্রণের ক্ষমতাও কারোর নেই। আমার অনুরোধ, সকলের অনুভূতির সম্মান দিন। আমাদের সব আনন্দ উৎসবে সতীশজীকে খুব মিস করব।”
Advertisement
অন্যদিকে, দিল্লি পুলিশের তরফে জানানো হয়, অভিনেতা সতীশ কৌশিকের মৃ্ত্যু নিয়ে সানভী মালুর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তাঁর বয়ান নিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement



