শেয়ার বাজার সূত্রে খবর, সোমবার সকাল ১১টার হিসাবে আদানিদের মূল সংস্থা আদানি এন্টারপ্রাইসের শেয়ারের দর প্রায় ১২ শতাংশ বেড়েছে। বিগত কয়েক দিনে শেয়ার বাজারে প্রায় ৩৩ শতাংশ লাভ করেছে এই সংস্থা। ফলে সংস্থার সম্পত্তি বেড়েছে প্রায় ২.৪ লক্ষ কোটি টাকা।
আদানি পোর্টস এবং স্পেশাল ইকনমিক জোনের শেয়ারের দরও বেড়েছে প্রায় ৩.৩ শতাংশ। এই সংস্থার প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য ৭০৭ টাকা ২০ পয়সা। এ ছাড়াও আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি এবং আদানি উইলমার সংস্থাগুলির শেয়ারের দর বেড়েছে প্রায় ৫ শতাংশ করে। আদানিদের মালিকানাধীন এনডিটিভি, এসিসি এবং অম্বুজা সিমেন্টও লাভের মুখ দেখেছে। ফলে আদানি গোষ্ঠীর মোট বাজারদর এখন প্রায় ৯ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
Advertisement
Advertisement
Advertisement



