কলকাতা,৫ মার্চ — আইনজীবি তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারি থেকে জামিন নিয়ে সরব রাজ্য রাজনীতি। ভোর রাতে বাড়িতে পুলিশ, গ্রেফতারি এবং তারপর জামিন এই সব নিয়ে তোলপাড় গোটা রাজ্য। জামিন মেলার পরও,শান্ত হননি কৌস্তভ বাগচি। ফের পাল্টা সুর চড়ালেন তিনি । রীতিমত মাথা ন্য়াড়া করে, হুঙ্কার দিলেন কংগ্রেস নেতা ,মমতাকে না সরানো পর্যন্ত মাথায় চুল গজাতে দেবেন না তিনি। আন্দোলন আরও তীব্রতর হবে’। জামিন পাওয়ার পরদিন সকালে ফের হুঙ্কার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। ‘মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে, পা ধরে ক্ষমা চাইব’, মন্তব্য কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর।
এদিন কংগ্রেস নেতা তথা আইনজীবী এও বলেন, ‘অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কাড়ার আরেকটা ওষুধ আসছে। এক-দু’দিনের মধ্যেই সেই ওষুধ আসছে। এদিন সকালে কৌস্তভ বলেন, ‘আজকে ডিএ-এর মঞ্চে যাব। যারা নায্য দাবী দিয়ে আন্দোলন করছে সেই প্রতিবাদকারীদের পাশে থাকব।
Advertisement
Advertisement
Advertisement



