• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নাগাল্যান্ডে শূন্য’র লজ্জা থেকে বাঁচতে প্রসূন পুত্র রণজিৎই ভরসা রাহুল গান্ধির

কোহিমা, ১৮ ফেব্রুয়ারি– তার সর্বস্ব কলকাতায়। কিন্তু তিনি গত দেড় বছর ধরে পড়ে আছেন কোহিমায়।তিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের ছেলে রণজিৎ মুখোপাধ্যায়। নাগাল্যান্ডে থাকার লক্ষ্য একটাই— কারণ একটাই- নাগাল্যান্ডের মাটিতে কংগ্রেসের খাতা খোলা। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে বিধানসভা ভোট। গণনা ২ মার্চ। উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যের বিধানসভা ভোটে গতবার ‘শূন্য’ পেয়েছিল কংগ্রেস। এবার

কোহিমা, ১৮ ফেব্রুয়ারি– তার সর্বস্ব কলকাতায়। কিন্তু তিনি গত দেড় বছর ধরে পড়ে আছেন কোহিমায়।তিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের ছেলে রণজিৎ মুখোপাধ্যায়। নাগাল্যান্ডে থাকার লক্ষ্য একটাই— কারণ একটাই- নাগাল্যান্ডের মাটিতে কংগ্রেসের খাতা খোলা। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে বিধানসভা ভোট। গণনা ২ মার্চ। উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যের বিধানসভা ভোটে গতবার ‘শূন্য’ পেয়েছিল কংগ্রেস। এবার যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে তাই  বাঁচানো। 

ঘটনাচক্রে, রণজিতের বাবা প্রসূন মুখোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্বের সময় তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত সিএবি সভাপতি হিসেবে বেশ কিছু দিন বাংলার ক্রিকেট প্রশাসকের দায়িত্বও সামলেছিলেন। কিন্তু তাঁর পুত্র না গিয়েছেন পুলিশে, না এসেছেন ক্রিকেটে। ‘কমিউনিকেশন ম্যানেজমেন্ট’-এ স্নাতকোত্তর ডিগ্রিধারী রণজিৎ টানা ১০ বছর কর্পোরেটে চাকরি করার পরে ২০১২ সালে যোগ দিয়েছেন সর্বক্ষণের রাজনীতিতে।

Advertisement

প্রায় এক দশক ধরে ‘টিম রাহুল’-এর অন্যতম সদস্য এখন নাগাল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সম্পাদক। ২০২২ সালের মে মাস থেকেই রয়েছেন সে রাজ্যে। রণজিতের কথায়, ‘পুরোপুরি না হলেও বিজেপি বিরোধী লড়াইয়ে আংশিক সাফল্য পেয়েছি আমরা। বেশ কিছু আসনে স্থানীয় শাসক জোটের বিরুদ্ধে বিরোধী প্রার্থীর মুখোমুখি লড়াই হচ্ছে।’ কংগ্রেসের পাশাপাশি আঞ্চলিক দল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ), জেডি(ইউ), এনসিপি রয়েছে ভোটের ময়দানে। এনপিএফ সভাপতি পদে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুরহোজ়েলি লিজিয়েৎসু একদা বিজেপি জোটে থাকলেও এ বার আলাদা ভাবে লড়ছেন। তবে পশ্চিমবঙ্গের তুলনায় নাগাল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতির অনেক ফারাক রয়েছে জানিয়ে তাঁর মন্তব্য, ‘‘এখানে প্রতিটি আসনেই স্থানীয় নানা সমীকরণ রয়েছে।’’ এ ক্ষেত্রে বিভিন্ন নাগা জঙ্গিগোষ্ঠীগুলির ‘ভূমিকা’ রয়েছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement