দিল্লি , ১৩ ফেব্রুয়ারি — সংসদের বক্তৃতায় গৌতম আদানির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে যা যা কথা বলেছিলেন রাহুল। তারজন্য তাঁকে স্বাধিকারভঙ্গের নোটিস পাঠাল লোকসভার সচিবালয়। রবিবার লোকসভার সচিবালয় ওয়ানাড়ের কংগ্রেস সাংসদকে এই চিঠি দিয়েছে। বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাহুলকে জবাব দিতে হবে। মোদীর অস্ট্রেলিয়া সফরের সময়ে এসবিআই থেকে লোন পাওয়া থেকে শুরু করে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি, আট বছরে ধনীর তালিকার ৬০৯ থেকে দু’নম্বরে উঠে আসা—এসবই তুলে ধরে রাহুল বলেছিলেন, মোদীর জাদু কাঠির ছোঁয়ায় আদানির এই উত্থান হয়েছে।
প্রধানমন্ত্রী তারপর লোকসভায় ৭৫ মিনিট বক্তৃতা করেছিলেন বটে, কিন্তু আদানি নিয়ে নির্দিষ্ট প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দেননি। কিন্তু রাহুলের ওই বক্তৃতাকে মোটেই ভালভাবে নেয়নি বিজেপি। সমালোচনার পাশাপাশি অভিযোগও দায়ের হয় লোকসভায়।
স্পিকার ওম বিড়লার কাছে রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ দায়ের করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশীকান্ত দুবে। তারপরেই লোকসভার সচিবালয় রাহুলকে ওই নোটিস পাঠিয়েছে।
Advertisement
Advertisement



