কটক, ২৪ জানুয়ারি– প্রেমিক সঙ্গে না থাকলে কলেজে ঢোকা বারন। এমনটাই নির্দেশ ওড়িশার একটি কলেজের। রীতিমত নোটিস ঝুলিয়ে এই নির্দেশ দিয়েছে কলেজে। যদিও ওই নোটিসটি ‘ভুয়ো’ বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।
নোটিশটি ‘ভ্যালেন্টাইন্স ডে’ উপলক্ষে। এই দিন ‘প্রেম দিবস’ হিসাবে উদ্যাপন করা হয়। জগৎসিংহপুরের এসভিএম অটোনমাস কলেজে ছাত্রীদের উদ্দেশে লেখা ওই নোটিস ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। নোটিসে এ-ও উল্লেখ করা হয়েছে যে, প্রেমিককে না আনলে কলেজে সে দিন ক্লাস করতে দেওয়া হবে না ছাত্রীদের। তাঁদের যে প্রেমিক রয়েছে, তার প্রমাণস্বরূপ ছবি অধ্যক্ষের অফিসে জমা দিতে হবে। এই নোটিসটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তবে নোটিসটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Advertisement
কলেজের অধ্যক্ষ বিজয়কুমার পাত্র দাবি করেছেন, নোটিসটি ভুয়ো। তিনি বলেছেন, ‘‘আমার সই জাল করে কেউ অপব্যবহার করেছেন। কলেজের ভাবমূর্তি নষ্ট করতে এ সব করা হয়েছে।’’ এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন অধ্যক্ষ।
Advertisement
Advertisement



