ওয়াশিংটন, ২৩ জানুয়ারি– ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। বৃদ্ধ ওই বন্দুকবাজের হামলায় নিহত ১০ জন. পুলিশের হাতে ধরা পরে যাওয়ায় নিজের শরীরে গুলি চালিয়ে দেন আততায়ী নিজেও। চীনা নববর্ষ পালন করার সময় আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে আচমকাই হানা দেয় আততায়ী। পুলিশ জানায় , গুলি চালানোর পর তিনি যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে। পালানোর রাস্তা নেই বুঝতে পেরে নিজের শরীরেই গুলি চালিয়ে দেন অভিযুক্ত। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায় , হামলার পর একটি ভ্যানে চেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন অভিযুক্ত। তখন ভ্যানটির পিছু নেয় পুলিশ। সেইসময় ভ্যানের ভিতর থেকে গুলির শব্দ শোনা যায়। এরপরই দেখা যায়, নিজের শরীর লক্ষ্য করে গুলি চালিয়েছেন আততায়ী । তাঁর শরীরে একটি মাত্র গুলির ক্ষত পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ
Advertisement
Advertisement
Advertisement



