• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

৫ দিন ব্যাপী ‘আবার যাত্রাপালা’ 

কলকাতা, ১৮ জানুয়ারি– আজকের সেলুলয়েড যুগে যাত্রাপালা আমরা প্রায় ভুলতেই বসেছি। আগের মত উৎসবের মেজাজে শীতের চাদর মুড়ি দিয়ে রাত জেগে যাত্রা দেখা আর বোধহয় নেই। বীনা দাশগুপ্ত, স্বপন কুমার, শান্তিগোপাল, মনোজকুকার, পঞ্চু সেন, রাখাল সিংহ, জোৎস্না দত্ত, শেখর গাঙ্গুলি-র মত স্বনামধন্য যাত্রা শিল্পীদের সেই শিহরণ জাগানো অভিনয় যারা দেখেছে তারাই জানেন যাত্রার ঐতিহ্য ।

কলকাতা, ১৮ জানুয়ারি–

আজকের সেলুলয়েড যুগে যাত্রাপালা আমরা প্রায় ভুলতেই বসেছি। আগের মত উৎসবের মেজাজে শীতের চাদর মুড়ি দিয়ে রাত জেগে যাত্রা দেখা আর বোধহয় নেই। বীনা দাশগুপ্ত, স্বপন কুমার, শান্তিগোপাল, মনোজকুকার, পঞ্চু সেন, রাখাল সিংহ, জোৎস্না দত্ত, শেখর গাঙ্গুলি-র মত স্বনামধন্য যাত্রা শিল্পীদের সেই শিহরণ জাগানো অভিনয় যারা দেখেছে তারাই জানেন যাত্রার ঐতিহ্য । আর যাত্রা প্রেমীদের সেই সুখ দিতেই ফের জয় যাত্রা উৎসবের আয়োজন করল  রবীন্দ্রনগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এই যাত্রা উৎসব তাদের  ৪র্থ বর্ষ । জয় যাত্রা উৎসব ২০২৩ এর আয়োজনে ৫ দিন ব্যাপী ‘আবার যাত্রাপালা’ আয়োজন করা হয়েছে । ১৮ জানুয়ারি বুধবার হেলথ ইনস্টিটিউট ময়দান, দমদম ক্যান্টনমেন্ট এই যাত্রা উৎসবের উদ্বোধন করলেন যাত্রার স্বনামধন্য অভিনেত্রী বর্ণালী বন্দোপাধ্যায় ও অভিনেতা নির্মল মুখোপাধ্যায়। উৎসবে সভাপতি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন এই যাত্রা উৎসবের সক্রিয় উদ্যোক্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক সৌগত রায়, সাংসদ দমদম লোকসভা। এই যাত্রাপালা শুরু হল বুধবার ১৮ জানুয়ারি, চলবে ২২ জানুয়ারি ২০২৩ রবিবার পর্যন্ত। 

Advertisement

Advertisement

Advertisement