• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফের বিয়ের পিঁড়িতে হৃত্বিক

মুম্বাই ,১০ জানুয়ারী — এই মুহূর্তে বলিউডের পেজ থ্রি-র হট কেক হৃত্বিক রোশন ও সাবা আজাদ। মুম্বইয়ের রাস্তা থেকে রেস্তোরাঁ বা কোথাও ছুটি কাটাতে গেলে মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। ১০ জানুয়ারি হৃত্বিক রোশনের ৪৯ তম জন্মদিনে ইন্ডাসাট্রির অন্দরের গুঞ্জন চলতি বছরের শেষের দিকেই সাবার সঙ্গে অফিসিয়ালি নতুন জীবন শুরু করবেন হৃত্বিক।

মুম্বাই ,১০ জানুয়ারী — এই মুহূর্তে বলিউডের পেজ থ্রি-র হট কেক হৃত্বিক রোশন ও সাবা আজাদ। মুম্বইয়ের রাস্তা থেকে রেস্তোরাঁ বা কোথাও ছুটি কাটাতে গেলে মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। ১০ জানুয়ারি হৃত্বিক রোশনের ৪৯ তম জন্মদিনে ইন্ডাসাট্রির অন্দরের গুঞ্জন চলতি বছরের শেষের দিকেই সাবার সঙ্গে অফিসিয়ালি নতুন জীবন শুরু করবেন হৃত্বিক। এই তারকা যুগলের ঘনিষ্ট মহল সূত্রের খবর, তাঁরা বিয়ের প্ল্যানিং করছেন কিন্তু নির্দিষ্ট কোনও তারিখ বা দিনক্ষণ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ। হৃত্বিক রোশন ও সাবা আজাদ দুজনেই রুপোলি দুনিয়ার সুপারস্টার। একিদকে হৃত্বিকের অভিনয় যখন দর্শকের দিল জিতে নেয় তখন অন্যদিকে সংগীত শিল্পী সাবাও সকলের প্রিয়। কর্মজগতের দায়িত্ব পালন করেই বিয়ের পিঁড়িতে বসার প্ল্যানিং রয়েছে হৃত্বিক-সাবার 
বিয়ের পরে কোয়ালিটি সময় কাটাতে চান এই তারকা কাপল। তাই আগে হাতের কাজ শেষ করে নতুন জীবন শুরু করতে চান হৃত্বিক রোশন ও সাবা আজাদ।

Advertisement

Advertisement