• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

ফের নেপালের প্রধানমন্ত্রী মাওবাদী নেতা প্রচণ্ড

কাঠমান্ডু, ২৬ ডিসেম্বর– নাটকীয় মোড় নেপালের রাজনীতিতে। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মাওবাদী নেতা পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ড । রবিবার সন্ধেয় তাঁকে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি। সোমবার বিকেল ৪টেয় তিনি শপথ নেবেন বলে জানা গিয়েছে। এই নিয়ে তৃতীয় বার তিনি নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন। এদিন সকালেই প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন জোট ছেড়ে

কাঠমান্ডু, ২৬ ডিসেম্বর– নাটকীয় মোড় নেপালের রাজনীতিতে। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মাওবাদী নেতা পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ড । রবিবার সন্ধেয় তাঁকে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি। সোমবার বিকেল ৪টেয় তিনি শপথ নেবেন বলে জানা গিয়েছে। এই নিয়ে তৃতীয় বার তিনি নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন।

এদিন সকালেই প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে যান ৬৮ বছরের প্রচণ্ড। এরপর বিকেলে প্রেসিডেন্টের বেঁধে দেওয়া ডেডলাইন মেনে ৫টার আগেই আবেদন জমা দেন। তার আগেই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে তাঁদের দলের পাশাপাশি আরএসপি ও অন্যান্য ছোট দলগুলিও উপস্থিত ছিল।

Advertisement

Advertisement