রাঁচি, ১৮ ডিসেম্বর– দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের রেশ যেন থামতেই রাজি নয়। একের পর তেমন ঘটনা গোটেই চলেছে। শনিবারই রাজস্থানের জয়পুরে পিসির দেহ ছড়িয়ে দেওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার সেই একই ছবি দেখা গেল ঝাড়খণ্ডেও । স্ত্রী’কে হত্যার পর ১২ টুকরো করে তাঁর দেহ কেটে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে।
শনিবার সন্ধ্যায় সাহেবগঞ্জের বোরিও থানা এলাকার একটি পুরনো ভাঙা বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু দেহাংশ। পরে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্ত যুবক দিলদার আনসারির দু’টি বিয়ে। বেশ কয়েকদিন ধরেই তার দ্বিতীয় স্ত্রী রুবিকা নিখোঁজ ছিলেন। এরপর সেই মহিলার পরিবারের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।
Advertisement
তাঁর স্বামী দিলদার আনসারিকে জিজ্ঞাসাবাদের সময় সন্দেহ হওয়াতেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। অবশেষে টানা জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত। পুলিশকে চরম পরিণতির কথা বলে। এরপর শনিবার সন্ধেয় সাহেবগঞ্জের সেই পরিত্যক্ত ভাঙা বাড়িতে গিয়ে মৃত মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।
Advertisement
Advertisement



